সিলেট আল খাজা মার্কেট মালিকের খুঁটির জোড় কোথায়?

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

সিলেট আল খাজা মার্কেট মালিকের খুঁটির জোড় কোথায়?

সিলেট নগরীর কাষ্টঘরে অবস্থিত আল খাজা মার্কেট। এই মার্কেটি বিধিবহির্ভুতভাবে নির্মানণ করা হয়েছে । বারবার আগুনে পোড়া বিল্ডিংকোড উপেক্ষা করে নির্মাণ করা হয় এই এলাকার মানুষের কাছে যমদূতখ্যাত আল খাজা মার্কেট। মার্কেটের ভগ্নদশা আগুনে পোড়া ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আল খাজা মার্কেট । এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন একাধিক বার নোটিশ করার পরও ঠনক নড়ছেনা মার্কেট কর্তৃপক্ষের। সর্বশেষ গত ১২ই জানুয়ারী সিলেট সিটি কর্পোরেশনের এসসিসি /প্রৌকঃ/পূর্ত ১/১০০/১৮৪৯ ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে চুড়ান্ত নোটিশ প্রদান করা হয়। সিসিকের এই আদেশের কোন তোয়াক্কা না করে বহাল তবিয়তে টিকে আছে বিধিবহির্ভূত জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ আল খাজা মার্কেট। বারবার নোটিশ করার পরও মালিকপক্ষ আদেশ না মানায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা । সবার একই প্রশ্ন আল খাজা মার্কেট মালিকের খুঁটির জোড় কোথায়? গভীর খাঁদে র ওপর নির্মিত বহুতল এই ভবনটি যেকোন সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এই ভবন নিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি মেইনস্ট্রিম পত্রিকা ও স্থানীয় দৈনিক গুলোতে বারবার সংবাদ প্রকাশ হয়েছে কিন্তু এখন পর্যন্ত নোটিশ ব্যতিত কার্যকর কোন ভুমিকা রাখেনি সিটি কর্পোরেশন। এ ব্যাপারে মেয়র এবং প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সঙ্গে বারবার ফোন করেও তাঁদের পাওয়া যায়নি। ফলে জানা যায়নি সিটি কর্পোরেশনের সর্বশেষ পদক্ষেপের সিদ্ধান্ত।

এদিকে বারবার মার্কেট আগুন লাগায় বিল্ডিংয়ের দাঁড়িয়ে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। সিলেটে গত কয়েকদিনের দফায় দফায় ভূমিকম্পের কারণে ও অনেকে আতঙ্কিত। এতসব আতঙ্কেও কর্তৃপক্ষ নীরব। আর নোটিশ প্রাপ্তির বিষয়টিকে অবহেলা আর উপেক্ষা করে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন জরাজীর্ণ বহুতল আবাসিক ও কমার্শিয়াল আল খাজা মার্কেট।

এ সংক্রান্ত আরও সংবাদ